আন্দোলনের সংগঠক


সাধারণ ছাত্র-ছাত্রীদের উদ্যোগে, নের্তৃত্বে ও সমন্বয়ে শুরু হওয়া চলমান এই আন্দোলনে কলেজের ছাত্রলীগ সমর্থন দেয় ও সংহতি প্রকাশ করে। সক্রিয় ভাবে পাশে দাড়ায় ছাত্র ইউনিয়ন। ছাত্রদল নৈতিক সমর্থন দেয়। এছাড়াও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যেসকল কর্মী-সংগঠকবৃন্দ বাঙলা কলেজে অধ্যয়নরত – তাদের সকলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।


আপনার কোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন ……



email us

banglacollege.com@gmail.com



প্রথম অংশে আন্দোলনের উদ্যোক্তা ও সংগঠকবৃন্দের পরিচয় –

ডিয়ার

তাওহীদুর রহমান ডিয়ার

  • তাওহীদুর রহমান ডিয়ার
  • Tawhidur Rahman Dear

জহির

মোহাম্মদ জহির উদ্দিন

  • মোহাম্মদ জহির উদ্দিন
  • Mohammed Zahir Uddin

হাসিফ

খাইরুল ইসলাম হাসিফ

  • খাইরুল ইসলাম হাসিফ
  • Khairul Islam Hasif

দ্বিতীয় অংশে কলেজের বিভিন্ন সংগঠনের যে সকল নেতৃবৃন্দ গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছিলেন, তাদের পরিচয় -

সোহেল

আখিদ হোসেন সোহেল

  • আখিদ হোসেন সোহেল
  • Akhid Hossain Sohail
  • সভাপতি,
  • সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগ
  • (২০০৪-২০১০)

রাজীব

এম. আনিছুর রহমান রাজীব

  • এম. আনিছুর রহমান রাজীব
  • M. Anisur Rahman Rajib
  • সাংগঠনিক সম্পাদক,
  • সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগ
  • (২০০৪-২০১০)

সুজন

রাসেল ইসলাম সুজন

  • রাসেল ইসলাম সুজন
  • Rasel Islam Shujon
  • সভাপতি,
  • মিরপুর থানা ছাত্র ইউনিয়ন
  • (২০০৮-২০০৯)

হাসান

আবু হাসান

  • আবু হাসান
  • Abu Hasan
  • আহবায়ক,
  • বাঙলা কলেজ ছাত্র ইউনিয়ন
  • (২০০৮-২০০৯)

সানি

হিজবুল্লাহ খান সানি

  • হিজবুল্লাহ খান সানি
  • Hesbulla Khan Sani
  • সংস্কৃতি কর্মী,
  • উদীচী শিল্পীগোষ্ঠী

রনি

মনিরুজ্জামান রনি

  • মনিরুজ্জামান রনি
  • Moniruzzaman Rony
  • সংস্কৃতি কর্মী,
  • উদীচী শিল্পীগোষ্ঠী

কিরন

জুবায়ের সরকার কিরন

  • জুবায়ের সরকার কিরন
  • Jubair Sarkar Kiron
  • সংস্কৃতি কর্মী,
  • উদীচী শিল্পীগোষ্ঠী

মামুন

মোঃ মামুন মিয়া

  • মোঃ মামুন মিয়া
  • Md. Mamun Mian
  • সংগঠক,
  • একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি

তৃতীয় অংশে সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা সংগঠক ছিলেন, তাদের পরিচয় -

বিথী

জাকিয়া সুলতানা বিথী

  • জাকিয়া সুলতানা বিথী
  • Zakia Sultana Bithy

ফেন্সী

হোসনে আরা ফেন্সী

  • হোসনে আরা ফেন্সী
  • Hosne Ara Fency

মুকুল

ইশাহারুল ইসলাম মুকুল

  • ইশাহারুল ইসলাম মুকুল
  • Eshaharul Islam Mukul

জাবেদ

জাবেদ হাওলাদার

  • জাবেদ হাওলাদার
  • Jabed Hawlader

বাবু

আরিফুর রহমান বাবু

  • আরিফুর রহমান বাবু
  • Arifur Rahman Babu

দিলু

দিলশাদ হোসেন দিলু

  • দিলশাদ হোসেন দিলু
  • Dilshad Hossain Dilu


কিছু বিষয়ের ব্যাখ্যা ও তথ্য জেনে রাখুন ...


১. “বাঙলা কলেজ আন্দোলন” নামে অধিক পরিচিত এই আন্দোলন সব সময়ই “বাঙলা কলেজের শিক্ষার্থীবৃন্দ” এই পরিচয়ে হয়েছে। প্রতিটি ব্যানার, লিফলেট, প্ল্যাকার্ড সব ক্ষেত্রে তা এই ভাবে উল্লেখিত, পাশাপাশি সকল তথ্যর আনুষ্ঠানিক উৎস হিসাবে ওয়েব-ঠিকানা www.banglacollege.com উল্লেখিত ছিল। কলেজের বিভিন্ন রাজনৈতিক- সামাজিক- সাংস্কৃতিক- সংগঠনের সদস্য, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী – সকলের অংশগ্রহণ নিশ্চিত করে এর ব্যাপ্তি ও গ্রহণযোগ্যতা বিস্তৃত করার জন্যই “বাঙলা কলেজের শিক্ষার্থীবৃন্দ” পরিচয়টি ব্যবহৃত।

২. এটা যেমন ঠিক যে আন্দোলনের সূচনা ও সমন্বয় হয়েছিল সাধারণ শিক্ষার্থীবৃন্দের মাধ্যমে। পাশাপাশি এটাও ঠিক বিভিন্ন সংগঠন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে লিখিত ও আনুষ্ঠানিক যোগাযোগের জন্য ও অর্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে ‘তহবিল সংগ্রহ ও তা ব্যয়’ এর জবাবদিহিতা নিশ্চিত করার জন্য একটি সাংগঠনিক কাঠামো প্রয়োজন। এই জন্য শুধুমাত্র আনুষ্ঠানিকতা রক্ষার স্বার্থে বাঙলা কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীর মধ্য যে সকল সাধারণ শিক্ষার্থী আন্দোলনের কর্মী হিসাবে দৈনন্দিন দাপ্তরিক ও নীতি নির্ধারনী প্রক্রিয়ায় সম্পৃক্ত ছিলেন – তাদের সমন্বয়ে একটি কমিটি গঠিত হয়ঃ


Movement against war criminals of 1971

বাঙলা কলেজ বধ্যভূমি সংরক্ষণে উদ্যোক্তা কমিটি



... ... পরবর্তীতে দাবি আদায় হওয়ার পর উক্ত কমিটি ২০২১ সালে বিলুপ্ত হয়।

৩. বাঙলা কলেজের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষার্থী (যারাই দাবির সাথে একমত), আন্দোলনের পৃষ্ঠপোষক (অর্থাৎ বাঙলা কলেজের শিক্ষার্থী নন বা অতীতে ছিলেন না অথচ আন্দোলনের পরম শুভানুধ্যায়ী ব্যাক্তি বা প্রতিষ্ঠান), আন্দোলনের স্পন্সর (অর্থাৎ আন্দোলনের কর্মী, সংগঠক, পৃষ্ঠপোষক – যারাই আন্দোলনের ব্যয় নির্বাহে ভূমিকা পালন করেছেন) সকলের অংশগ্রহণে এই বাঙলা কলেজ আন্দোলন একটি যৌথ আন্দোলন

৪. এটা সুস্পষ্টভাবে স্বীকার্য যে, যিনি মাত্র এক মিনিটের জন্য আন্দোলনে অংশগ্রহণ করেছেন, বা যিনি সার্বক্ষণিক-ভাবে নিয়োজিত ছিলেন, বা যিনি আন্দোলনে এক টাকা স্পন্সর করেছেন, বা যিনি দশ হাজার টাকা স্পন্সর করেছেন – প্রত্যেকের অবদান সম-গুরুত্বসম্পন্ন। কারন সকলের সম্মিলিত প্রচেষ্টায় কোন উদ্দেশ্য সফল হতে পারে। তবে ক্যাম্পাসের অভ্যন্তরে ও প্রাক্তন শিক্ষার্থীর মধ্য কারা সামগ্রিক আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে দায়বদ্ধ ও নীতি নির্ধারকের ভূমিকা পালন করেছেন তা সুস্পষ্ট করার প্রয়োজন রয়েছে। এবং শুধুমাত্র জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই সংগঠকবৃন্দের পরিচয় এই পৃষ্ঠায় ছবি ও নাম উল্লেখিত।


আরও উল্লেখ্য, এই পরিচিতি সংক্রান্ত তথ্য ৩১ ডিসেম্বর ২০১০ পর্যন্ত আপডেটকৃত।