সংগঠনের গঠনতন্ত্র




ধারা - ১: নাম:

বাঙলা কলেজ বধ্যভূমি সংরক্ষণে উদ্যোক্তা কমিটি

Movement against war criminals of 1971


ধারা - ২: উদ্দেশ্য :

সরকারি বাঙলা কলেজের বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত অলাভজনক, অরাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান যার উদ্দেশ্য বাংলাদেশে ১৯৭১-এর গণহত্যার বিচারের দাবিতে ও বাঙলা কলেজের বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরৰনের দাবিতে প্রয়োজনীয় কর্মসূচী গ্রহণ।


ধারা - ৩ : মেয়াদ:

অনির্দিষ্ট: মূল উদ্দেশ্য বাস্তবায়ন হলে বা বাস্তবায়নের সুনিশ্চিত পরিস্থিতি প্রতীয়মান হলে “কাউন্সিল” এর সিদ্ধান্ত অনুযায়ী সংগঠন বিলুপ্ত করা যাবে।


ধারা - ৪: সদস্য :

সর্বোচ্চ ৬ জন কাউন্সিলর, ১ জন সমন্বয়কারী, প্রয়োজনীয় সংখ্যক সাধারান সদস্য ও উপদেষ্টা সমন্বয়ে সংগঠন গঠিত হবে।


ধারা - ৫: সদস্য অন্তর্ভুক্তি :

কাউন্সিলর অথবা উপদেষ্টার অনুমোদনে নতুন সাধারন সদস্য গ্রহণ করা যাবে : তবে শর্ত থাকে যে, উক্ত অন্তর্ভূক্তি সমন্বয়কারী কর্তৃক প্রতি-সমর্থিত হতে হবে।


ধারা - ৬ : কাউন্সিল :

সমন্বয়কারী ও কাউন্সিলরের সমন্বয়ে “কাউন্সিল” গঠিত হবে।


ধারা - ৭: সিদ্ধান্ত গ্রহণ :

যে কোন নীতিগত সিদ্ধান্ত “কাউন্সিল” গ্রহণ করবেন এবং এই লক্ষ্যে কাউন্সিলের সদস্যবৃন্দের সংখ্যা-গরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন হবে।

তবে শর্ত থাকে যে, এক্ষেত্রে সমন্বয়কারী ভোট ব্যতীত সিদ্ধান্ত গ্রহণ হবে না।


ধারা - ৮: নীতিগত সিদ্ধান্ত :

উল্লেখিত বিষয়াবলী নীতিগত সিদ্ধান্ত বলে বিবেচ্য হবে :

ক. সংগঠনের উদ্দেশ্য সাধনে প্রয়োজনীয় কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ।

খ: আর্থিক বিষয়াবলীর চূড়ান্ত অনুমোদন।

গ. সংগঠনের সদস্যর সদস্য-পদে প্রয়োজনীয় রদবদল।

ঘ. সরকার, সংশ্লিষ্ট সংগঠন ও আভ্যন্তরীণ ক্ষেত্রে যোগাযোগ ও সমন্বয়।

ঙ. কাউন্সিল কর্তৃক সমন্বয়কারী বা কাউন্সিলর বা উপদেষ্টা বা সাধারন সদস্যকে প্রয়োজনীয় দায়িত্ব অপর্ণ।

চ. গঠনতন্ত্র সংশোধন।

ছ. সংগঠনের বিলুপ্তি।

জ. কাউন্সিল কর্তৃক ঘোষিত অন্যান্য বিষয়।


ধারা - ৯: উপদেষ্টা ও সাধারন সদস্যর দায়িত্ব :

কাউন্সিল কর্তৃক কোন সিদ্ধান্ত গৃহীত হলে তা বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয়কারী যদি সংগঠনের উপদেষ্টা বা সাধারণ সদস্যকে কোন দায়িত্ব অর্পন করেন তবে তিনি তা পালন করবেন।


ধারা - ১০: সমন্বয়কারীর দায়িত্ব:

উল্লেখিত দায়িত্ব সমূহ সমন্বয়কারীর কর্তৃত্বে ন্যস্ত হবে :-

ক. প্রয়োজনীয় সমন্বয় সাধন।

খ. প্রয়োজনীয় দাপ্তরিক ও আর্থিক বিষয়াবলীর সাধারন নিয়ন্ত্রন।

গ. সরকার, সংশ্লিষ্ট সংগঠন ও আভ্যন্তরীণ ক্ষেত্রে যোগাযোগ ও সমন্বয়।

ঘ. ওয়েব ডেভেলপার টিমের সমন্বয়।

ঙ. যোগাযোগের ঠিকানা পরিবর্তন।

চ. কাউন্সিল প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন।


ধারা - ১১: সমন্বয়কারী-কে নিয়ন্ত্রন:

কাউন্সিলের সকল সদস্যর সর্বসম্মত সিদ্ধান্তে সমন্বয়কারী-কে দায়িত্ব হতে অব্যাহতি প্রদান অথবা ভিন্ন কাউকে দায়িত্ব অর্পণ করতে পারবেন : এক্ষেত্রে শর্ত থাকে যে, সমন্বয়কারীর ভোট গ্রহণের বিধান এই এক্ষেত্রে অকার্যকর হবে।


ধারা - ১২ : ওয়েবসাইট :

তথ্যের প্রকাশনার জন্য সংগঠনের মালিকানায় www.banglacollege.com ওয়েবসাইট মেইনটেইন করা হবে এবং ওয়েব ডেভেলপার টিম, যা এই সংগঠনের অঙ্গ সংগঠন, তা এই সংগঠন কর্তৃক সম্পূর্নরুপে নিয়ন্ত্রিত হবে।


ধারা - ১৩ : বিশেষ শর্ত :

সংগঠনের কোন সদস্য যদি আনুষ্ঠানিকভাবে কোন রাজনৈতিক সংগঠন বা কলেজের কোন সাংস্কৃতিক সংগঠন বা কলেজের কোন বেসরকারি সংগঠনে যোগদান করেন, তবে তার পদ শূণ্য হবে।


ধারা - ১৪ : সভা আহবান :

কাউন্সিল সদস্য “কাউন্সিল সভা” ও কাউন্সিল “সাধারণ সভা” আহবান করবেন। এক্ষেত্রে শর্ত থাকে যে :

- সভা আহবানের সময় ও তারিখ পূর্ব-ঘোষিত হবে।

- বিশেষ কারনে কেউ সভায় উপস্থিত হতে না পারলে পরবর্তী-তে যোগাযোগের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে মতামত ব্যক্ত বা প্রস্তাব অনুমোদন করতে পারবেন।


ধারা - ১৫ : পদত্যাগ :

সমন্বয়কারীর উদ্দেশ্য স্বহস্তে লিখিত ও স্বাক্ষরিত চিঠির মাধ্যমে কোন সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবেন।




  • যদিও প্রথমদিকে নভেম্বর ২০০৭ এ মৌখিক নীতিমালা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে গতানুগতিক ধাঁচের (অর্থাৎ সভাপতি ... ... সাধারণ সম্পাদক ... ... এই ধরনে) একটি কমিটি গঠিত হয় কিন্তু পরবর্তীতে আভ্যন্তরীণ স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষে লিখিত গঠনতন্ত্র প্রণীত হয়, এবং তা অনুযায়ী পদবিন্যাস আমূল পরিবর্তন সাধিত হয়।
  • ৭ নভেম্বর ২০০৭ এই কমিটি গঠিত হয় যা দাবি আদায় হবার প্রেক্ষিতে গঠনতন্ত্রের ধারা ৩ এর নির্দেশ অনুযায়ী ধারা ৪, ৬, ৭ ও ধারা ৮ এর "ছ" অনুযায়ী এই কমিটি ৩১ ডিসেম্বর ২০২১ -এ বিলুপ্ত হয়।